জকিগঞ্জে ৫ম ধাপের ইউনিয়ন নির্বাচনের আনসার ভিডিপির মধ্যে ভাতা বিতরণ

প্রকাশিত:শনিবার, ০৯ জুলা ২০২২ ০৯:০৭

জকিগঞ্জে ৫ম ধাপের ইউনিয়ন নির্বাচনের আনসার ভিডিপির মধ্যে ভাতা বিতরণ

সুরমাভিউ:-  সিলেটের জকিগঞ্জ উপজেলায় ৫ম ধাপের ইউনিয়ন নির্বাচনের আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুইদিন ব্যাপি জকিগঞ্জ উপজেলা আনসার ভিডিপির অফিসে ১৪৭৯ জন আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ভাতা বিতরণ করা হয়।

সিলেট জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়সাল হোসেন বলেন, সুষ্ঠুভাবে ভাতা বিতরণের জন্য সকলকে ধন্যবাদ জানান। বাংলাদেশ আনসার গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী সব সময় দেশের দুর্যোগকালে কাজ করে যাচ্ছে। তিনি জকিগঞ্জ উপজেলার ভিডিপির সদস্যদের খোঁজখবর নেন। আনসার ভিডিপি সদস্যদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

ভাতা বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়সাল হোসেন, সার্কেল অ্যাডজুন্ট্যান্ট এ. এস. এম এনামুল হক, জকিগঞ্জ উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা বিধান চন্দ্র কর, জকিগঞ্জ উপজেলা প্রশিক্ষক আবু তাহের প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ