ফেঞ্চুগঞ্জে জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্টের নগদ অর্থ বিতরণ অব্যাহত

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ জুলা ২০২২ ০৬:০৭

ফেঞ্চুগঞ্জে জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্টের নগদ অর্থ বিতরণ অব্যাহত

সুরমাভিউ:-  সিলেট ভয়াবহ বন্যা ও ঈদকে সামনে রেখে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান তরুন সমাজসেবক আবজাল হোসেন।

(৬ জুলাই) বুধবার উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের কুতুবপুর মল্লিকপুর গ্রামের বন্যার্ত ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। কুতুবপুর ৪০ পরিবার, মল্লিকপুর ৬০ পরিবার, মানিককোনা ৪০০ পরিবার, গয়াসি ৯০ পরিবার, সুলতান পুর ৫০ পরিবার, সাইল কান্দি ৫০ পরিবার, ভেলকোনা ৪০ পরিবার মিলে ৭ শতাধিক পরিবারের মাঝে  এই নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে।

জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আবজল হোসেন বলেন, মানব সেবাকে ইবাদত হিসেবে মনে করি। এই দূর্যোগকালীন সময়ে তাদের পাশে থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি সব সময় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। এদিকে বিশিষ্ট সমাজসেবক বদরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আবজল হোসেন যেভাবে  সমাজের মানুষের বিভিন্ন কাজে এগিয়ে আসেন তা অত্যন্ত প্রশংসার দাবীদার। তিনি গরীব পরিবারের বিবাহের সাহায্যে, চিকিৎসা, পড়াশোনা সহ এ ধরনের কাজেই তার জীবনে বিলিয়ে দিতে চান।

অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহবায়ক আব্দুল বারি, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, আবুল কালাম মেম্বার, ঈছন মেম্বার সহ স্থানীয় জনগন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ