বন্যা কবলিত খামারিদের পাশে দাঁড়িয়েছে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড

প্রকাশিত:বুধবার, ০৬ জুলা ২০২২ ০৯:০৭

বন্যা কবলিত খামারিদের পাশে দাঁড়িয়েছে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড

সুরমাভিউ:-  বুধবার (০৬ জুলাই) সিলেট জেলা ও তার আশেপাশের বন্যা কবলিত প্রান্তিক শতাধিক খামারিদের মধ্যে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড।

ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নর্থ জোন এর এজিএম সেলস্ এন্ড মার্কেটিং অফিসার মো: মনিরুজ্জামান, সিনিয়র এক্সিকিটিভ এইচ. আর এন্ড এডমিন তানভীর আহমেদ, সিলেট জোনের সেলস্ এন্ড মার্কেটিং অফিসার সুব্রত সাহা, সিলেট জোনের সেলস্ এক্সিকিউটিভ- সেলস্ এন্ড মার্কেটিং অফিসার ইব্রাহিম রনি, সিলেট জোন এর সেলস্ এক্সিকিউটিভ- সেলস্ এন্ড মার্কেটিং অফিসার আবদুল হামিদ, সিলেট জোনের ডিভিএম সেলস্ এন্ড মার্কেটিং- টেকনিক্যাল সাপোর্ট অফিসার প্রবাল দত্ত সহ প্রমুখ।

ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণকালে তানভীর আহমেদ বলেন, এবার সিলেটের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশ-বিদেশে অবস্থানরত যারাই কাজ করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি আরো বলেন মানুষ প্রবাসে থাকলেও তাঁদের মন পড়ে থাকে দেশে। যেকোনো ধরণের বিপদে আপদে তারা দেশের মানুষের পাশে এসে দাঁড়ান। যদিও এ বৈশ্বিক ক্ষতি অতি সত্বর পুশিয়ে উঠা সম্ভব নয়, তারপরও নিউ হোপ তাদের ত্রাণ কার্যক্রমের মাধ্যমে খামারীদের সাহসের জোগানদাতা হিসেবে পাশে দাড়িয়েছে। গত করোনা মহামারিতে যেখানে অর্থনৈতিক অবস্থা ধীরগতি হয়ে পড়ার পরও যেভাবে করোনা রোধকল্পে ভাইরাস প্রতিরোধ সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করেছে, তারই সাহায্যের ধারাবাহিকতায় আজকের এই ত্রাণ বিতরণ কর্মসূচী।

উল্লেখ্য, গত বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মহামারিতে ভাইরাস প্রতিরোধ সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বিতরণ করে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড। গত ০৯ই সেপ্টেম্বর, ২০০৯খ্রি: থেকে বাংলাদেশে সাফল্যের সাথে তরুণ উদ্যোক্তাদের খামারি হিসেবে গড়ে উঠতে সর্বাত্মক সাহায্য করছে পাশাপাশি হাঁস-মুরগী, মৎস ও গো-খাদ্য সহ সর্বোপরি জোগান দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ