জগদল ইউপিতে সাতশো পরিবারকে নগদ অর্থ বিতরণ করলো ফিটনেস ফেন্ডস মিরপুর ঢাকা

প্রকাশিত:বুধবার, ০৬ জুলা ২০২২ ১২:০৭

জগদল ইউপিতে সাতশো পরিবারকে নগদ অর্থ বিতরণ করলো ফিটনেস ফেন্ডস মিরপুর ঢাকা

 

সিলেট অফিস।।

সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে নগদ ১২ লক্ষ টাকা বিতরণ করেছে ফিটনেস ফেন্ডস মিরপুর ঢাকা ডিও এইচ এস।

গতকাল সংগঠনটির উদ্যোগে জেলার দিরাই থানার জগদল ইউনিয়নে ও জগন্নাথপুরের ভূরাখালী গ্রামে ১২ শতাধিক বানভাসি মানুষের মাঝে আর্থিক সহযোগিতা দেয়া হয়।

সরকারি কন্টেকটার আবু সাহেদ এর সার্বিক তত্বাবধানে এবং যুক্তরাজ্য প্রবাসী পাশা মিয়া ও রয়েল মিয়ার দিকনির্দেশনায় অনুষ্ঠিত অর্থ বিতরণ উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ফজলুর রশিদ মৃধা,গোলাম রহমান,ইঞ্জিঃ নাজমুল হুদা,হুমায়ুন কবির,মাসুদ রানা, আব্দুল মান্নান, মোঃ সাইফুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মোঃ আলী রব,জগদল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, সাবেক চেয়ারম্যান মুখলিছুর রহমান লাল মিয়া, আবুল কাশেম,ইন্তাজ মিয়া, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে (অবঃ) ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রশিদ মৃদা বলেন আমরা ঢাকা থেকে মিডিয়ায় দেখেছি সুনামগঞ্জের মানুষ কি পরিমাণ কষ্টে আছে,আমি আমার সন্তান তুল্য আবু শাহেদ এর অনুরোধ এ আপনাদের পাশে এসেছি।আগামীতেও যেকোনো দুর্যোগে আপনাদের পাশে থাকবো।

এ সংক্রান্ত আরও সংবাদ