১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৬ জুলা ২০২২ ০৯:০৭
সুরমাভিউ:- বাংলাদেশ জাতীতাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুনামগঞ্জের ছাতক পৌরসভায় বানভাসি অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) ছাতকের বাগবড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্যার্ত ও বানভাসী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ উদ্বোধন করেনে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় বক্তরা বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পক্ষে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় বানভাসী মানুষের পাশে এসে খোজখবর নিচ্ছি এবং তাদেরকে আর্থিক সহযোগীত করে যাচ্ছি। যখন মানুষের প্রাকৃতিক দুর্যোগ আসে তখনই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। শহীদ জিয়ার আদর্শকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলে কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাখায়াত হাসান জীবন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী মিজান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, যুগ্ম সাধারণ হেলেন জেরিন খান, শাম্মি আক্তার, নায়েবা ইউসুফ প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766