জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’র কমিটি গঠন

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ জুলা ২০২২ ০৯:০৭

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’র কমিটি গঠন

সুরমাভিউ:-  জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের ২০২২-২৪ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে মেন্দিবাগস্থ গ্যাস ভবন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার জালালাবাদ গ্যাস সিলেট এর মহাব্যবস্থাপক (বিপনন-দক্ষিণ) প্রকৌশলী মঞ্জুর আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষনা দেন।

নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় মো. আমিরুল ইসলামকে সভাপতি ও মোস্তফা আবু হাসনাতকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের ২০২২-২৪ এর কার্যকরী কমিটির নাম ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ হলেন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ রেজাউল করিম, সহ-সভাপতি মো. আব্দুল মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক এস এ তৌফিকুর রব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অমলেন্দু দাস, সাংস্কৃতিক সম্পাদক মাহবুব উর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ মফিক আলী, সদস্য বিপ্লব কুমার বিশ্বাস, মো. রুহুল করিম চৌধুরী, প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, মো. শফিকুল হক, প্রকৌশলী মাসুদ রানা, এস এম লুৎফুর রহমান, লিয়াকত আলী গাজী।

ফলাফল ঘোষনাকালে নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান ও মো. শহিদুল ইসলাম সহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ