৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ০৪ জুলা ২০২২ ০৮:০৭
সুরমাভিউ:- সোমবার (৪ জুলাই) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে BEPZIA (Bangladesh EPZ Investors Association) কর্তৃক সিলেটে বন্যাদুর্গত মানুষকে ত্রান ও পুনর্বাসন করার নিমিত্তে ডিআইজি সিলেট রেঞ্জকে ১০ লক্ষ টাকার (১০,০০০০০) পে অর্ডার ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। BEPZIA’র প্রেসিডেন্ট শাহাদাত মোশাররফ খান ডেলিগেটের পক্ষ হতে এই পে অর্ডার হস্তান্তর করেন। সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার পে অর্ডারটি গ্রহণ করেন।
এসময় ডেলিগেটের এর মধ্যে Mr. SM Khan, President BEPZIA, Mr. Farhad, FD BEPZIA, Mr. Tanvir: ED IP BEPZA, Lt.Col. Quaninzaman ED Security BEPZA MG(Retd)Talukder Group Director SMG সহ রেঞ্জ ডিআইজি অফিসের অফিসারগণ উপস্থিত ছিলেন।
সিলেট রেঞ্জ অতিরিক্ত ডিআইজি বন্যাদুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য BEPZIA কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Helpline - +88 01719305766