গোলাপগঞ্জে ৩১৫ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত:সোমবার, ০৪ জুলা ২০২২ ০৯:০৭

গোলাপগঞ্জে ৩১৫ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে জালালাবাদ এসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মতিনের পরিবার ও তার বন্ধুদের উদ্যোগে বন্যার্ত ৩১৫ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলার বাঘা হাতিম নগর জালালিয়া দাখিল মাদ্রাসায় প্রবীণ মুরব্বি শফিক মিয়ার সভাপতিত্বে বাঘা ইউনিয়নের হাতিমনগর শাহ জালালিয়া মাদ্রাসায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি লায়েক আহমদ ও কোষাধ্যক্ষ মুরাদ আহমদের সহযোগিতায় প্রতিটি পরিবারকে নগদ ২০০০ টাকা করে দেওয়া হয়।

রুহুল আমিনের সঞ্চালনায় শাহরিয়ার আহমদের তিলাওয়াতের মাধ্যমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেলাল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফই, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম মুন্না, হিলাল আহমদ, শেখ মখছুছ আলম, শিব্বির আহমদ, আহমদ শফী সালেহ,সজিব আলী প্রমূখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ আব্দু রকিব, মাওঃ হাঃ খালেদ আহমদ, কবির আহমদ, জিয়াউর রহমান, ছানা মিয়া, কবির আহমদ, আফছর আহমদ, মুরাদ আহমদ, সুফিয়ান আহমদ প্রমুখ।

এদিকে গত রবিবার ঢাকাদক্ষিণ ক্রিড়া চক্রের উদ্যোগে ঢাকাদক্ষিণ ইউপিতে ২০৪টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ ক্রিয়া চক্রের সভাপতি মজির উদ্দিন চাকলাদার, সহ সভাপতি সাদিকুর রহমান, কনক কানিÍ শর্মা, সাবেক সাধারন সম্পাদক আবুল লেইচ, কাজল কানিÍ দাস, বাবুল আহমদ, কামাল পারভেজ, সাবেক অর্থসম্পাদক বেলাল উদ্দিন, বর্তমান সাধারন সম্পাদক আব্দুল আজাদ, সদস্য সেলিম আহমদ, হোসেন আহমদ, সাবেক কৃতি ফুটবলার নুর হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ