বন্যার পানিতে বালাগঞ্জের রাস্তার বেহাল দশা

প্রকাশিত:শনিবার, ০২ জুলা ২০২২ ০৩:০৭

বন্যার পানিতে বালাগঞ্জের রাস্তার বেহাল দশা

মো. কাজল মিয়া:-  বালাগঞ্জ উপজেলায় বন্যার পানিতে রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়েছে। সিলেটের সাথে বালাগঞ্জের যোগাযোগের প্রধান রাস্তা এ যেন মৃত্যু ফাঁদ। বালাগঞ্জ থেকে তাজপুর প্রায় ১৫ কিলোমিটার সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।

গত কয়েক দিনের ভারি বর্ষণ আর উজানের পানি নামার ফলে এই সড়কটির বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। এ ছাড়া যোগাযোগের একমাত্র এই সড়কটির উল্লিখিত অংশে রয়েছে অসংখ্য ছোট বড় খানাখন্দ।

বর্তমানে যোগাযোগের একমাত্র ভরসা ট্রাক-পিকআপ এক প্রকার মৃত্যুঝুঁকি নিয়েই যাতায়াত করে থাকেন যাত্রীসাধারণ। কিছু দূর যেতে না যেতেই যাত্রীদের নামতে হচ্ছে বাহন থেকে। প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এ অবস্থায় সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষসহ সব যানবাহনের চালক।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোস্তাকিম শরিফ সাইদ বলেন, পানি পরিমাণ কমে গেলে সড়কটির সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ