মধ্যনগরের কামাউড়ায় ত্রাণ বিতরণ সম্পন্ন

প্রকাশিত:শুক্রবার, ০১ জুলা ২০২২ ১০:০৭

মধ্যনগরের কামাউড়ায় ত্রাণ বিতরণ সম্পন্ন

সুরমাভিউ:-  সুনামগঞ্জ জেলার নব গঠিত মধ্য নগর উপজেলার কামাউড়া, করুয়াজান, বনগাঁও ও সাহাপুর গ্রামের ১৬০টি বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, শিশু-কিশোরদের কাপড় ও গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। শুক্রবার (১ জুলাই) সকালে এ ত্রাণ বিতরণ সম্পন্ন হয়।

অষ্ট্রেলিয়া প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল এ্যালমোনাই এসোসিয়েশনের পক্ষ থেকে এক লক্ষ টাকা, সিলেট থেকে ব্রতচারী বিমান তালুকদার ও তাদের দল ২০ হাজার টাকা, সিলেট থেকে জন্টু সরকার ৭০ হাজার টাকা এবং সিলেট থেকে নগেন্দ্র কুমার দেব ১০ হাজার টাকায় এ ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।

সিলেটের নাট্যকর্মী গৌতম চৌধুরীর মাধ্যমে উদ্যোক্তা সংগঠক হুমায়ুন কবীর জুয়েল দিলেন ১৫০টি শিশু-কিশোরদের কাপড়। ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেছেন ব্রতচারী ও কবি বিমান তালুকদার, সমাজকর্মী ঝন্টু সরকার, কিশোরগঞ্জ র‌্যাবে কর্মরত এস আই বিরাজ তালুকদার, সমাজকর্মী স্বপন চক্রবর্তী, শিক্ষক রঞ্জন তালুকদার রঞ্জু, নগেন্দ্র দাস, মিতালী চক্রবর্তী প্রমুখ।

সিলেট থেকে কার্যক্রমটি সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেছেন সংগঠক বিনয় ভূষণ তালুকদার, সাংবাদিক বাপ্পা ঘোষ চৌধুরী, নাট্যকর্মী প্রলয় দে, নাট্য কর্মী গৌতম চৌধুরী, ব্যবসায়ী মুরাদ বক্স, মিউজিয়াম অব রাজাস এর পক্ষে মাহবুব আলম, জাহাঙ্গীর আহমদ, নগেন্দ্র কুমার দেব, শিক্ষক নিরঞ্জন সরকার, শিক্ষক পরেশ চন্দ্র দাস, কবি অসীম সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ