১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০১ জুলা ২০২২ ০৭:০৭
সুরমাভিউ:- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ৪ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় বুয়েটের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ¯œাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
প্রকাশিত ফলাফল তালিকায় স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অরিত্রা দেবনাথ মেধাতালিকায় ১৬তম স্থান ও মির্জা তাওহীদ উমর তন্ময় ৪২তম স্থানে অবস্থান করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। মো. সাদিকুর রাশিদ মেধাতালিকায় ৬৮০তম স্থান অর্জন করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ও নিগার সুলতানা সারা ৭২৯তম স্থান অর্জন করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করেন।
হাফিজ মজুমদার ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের কৃতি শিক্ষার্থীদের অভাবনীয় এই সাফল্যের সংবাদ শুনে তাৎক্ষণিক শিক্ষার্থীদের উচ্ছসিত অভিনন্দন জানান উক্ত ট্রাস্টের চেয়ারম্যান ও সিলেট-০৫ আসনের সংসদ সদস্য হাফিজ মজুমদার এবং স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী।
অভিনন্দন বার্তায় অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরা সমস্ত সিলেটবাসীর জন্য সুনাম বয়ে এনেছে। তাদের এই সাফল্য ও কৃত্বিতে সিলেটের সকল শিক্ষাপ্রতিষ্ঠনের শিক্ষার্থীরা উৎসাহিত ও প্রাণিত হবে। পরিশ্রম এবং প্রতিষ্টান থেকে সঠিক দিক-নির্দেশনা পেলে আমাদের সিলেটের শিক্ষার্থীরা শুধু বুয়েট নয়, বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766