২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০১ জুলা ২০২২ ০২:০৭
দিরাই প্রতিনিধি।। দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বন্যাদূর্গতদের মাঝে এবার শাড়ী-লুঙ্গি বিতরণ করেছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি। বন্যার শুরু থেকে ধারাবাহিকভাবে প্রতিদিনই বন্যার্তদের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার ও তরকারী, ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে সংগঠনটি।
গতকাল বিকেলে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলুর উপস্থিতিতে বিভিন্ন এলাকার ৩ শতাধিক বন্যার্তদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়।
শাড়ী লুঙ্গি বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বন্যাদূর্গত মানুষ শুধু খাবার নয়, পোশাকের জন্য কষ্টে আছেন। অনেক মানুষ কাপড়-চোপড় সব ছেড়ে শুধু কোনমতে জান নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটে এসেছিলেন। কেউ অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছিলেন। ভয়াল বন্যায় সবার ব্যবহৃত জিনিসপত্রে ভেসে গেছে। তাদের জন্য আজকের এই আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সুব্রত কুমার রায়, জহিরুল ইসলাম রিপন,খায়রুল আলম,মোঃতারেক আহমদ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766