বিশ্বনাথে বন্যার্ত ২৫০ শিক্ষার্থীকে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্টের ত্রাণ প্রদান

প্রকাশিত:বুধবার, ২৯ জুন ২০২২ ১০:০৬

বিশ্বনাথে বন্যার্ত ২৫০ শিক্ষার্থীকে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্টের ত্রাণ প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি:-  পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বন্যার্ত ২৫০ জন শিক্ষার্থীকে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ত্রান বিতরণ বিতরণ করা হয়েছে।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছয়ফুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে ও শিক্ষক সমীর কান্দি দে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল, সহকারী অধ্যক্ষ মৃনাল কান্তি শিকদার, শিক্ষক মাওলানা আবুল বাশার, প্রতিষ্ঠান উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ