৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৯ জুন ২০২২ ১০:০৬
সুরমাভিউ:- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: মিজানুর রহমান চৌধূরী মিজান বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় অনেকেই স্বজন হারিয়েছেন, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব প্রায়। তাদের সান্ত্বনা জানানোর মতো ভাষা আমার জানা নেই।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের নেতৃবৃন্দের সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা করে যাচ্ছি। প্রতিদিনই ছাতক-দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সাহায্য সহায়তা প্রদান করে যাচ্ছি। তিনি সরকারের প্রতি যত দ্রুত সম্ভব ছাতক-দোয়ারার ক্ষতিগ্রস্ত সড়ক গুলো সংস্কার করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
তিনি বুধবার (২৯ জুন) ৯ম দিনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন, চরমহল্লা ইউনিয়ন ও ছাতক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রামে গ্রামে দুই হাজার পাঁচশত ক্ষতিগ্রস্থ অসহায় পানিবন্দি মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা বিএনপির আহবাহক ফারুক আহমদ, উপজেলা যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত, জেলার সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ প্রকাশনা সম্পাদক গুলাম হুসেন শাকিল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েস মিয়া, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য আনোয়ার হুসেন ময়না, সাবেক সদস্য আলী আমজদ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ছাতক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম মধু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুজাহিদূর রহমান হিরা, জেলার স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, পৌর বিএনপি নেতা লেচু মিয়া যুবদলের যুগ্ম আহবায়ক আবু শামিম, কামাল হুসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সিলেট মহানগর ছাত্রদলের ক্রিয়া সম্পাদক জাবেদ আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তালেব, যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক আলা উদ্দিন পৌর সদস্য সচিব মুজাহিদুল ইসলাম প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766