নবীগঞ্জে বন্যার্ত মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়

প্রকাশিত:বুধবার, ২৯ জুন ২০২২ ১১:০৬

নবীগঞ্জে বন্যার্ত মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলার বন্যা কবলিত কয়েকটি এলাকার দরিদ্র ও বানবাসী পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা  পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বুধবার (২৯ জুন) সকালে একটি ট্রাকে করে ৫শ’ প্যাকেট খাদ্য সামগ্রী নিয়ে নবীগঞ্জে যান শ্রীমঙ্গলের উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।
প্যাকেট করা এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল ইত্যাদি।
বানবাসী মানুষদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে নবীগঞ্জে পৌঁছালে সেখানে উপজেলা চেয়ারম্যানকে স্বাগত জানান, নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা।
এ সময় উপস্থিত ছিলেন, করগাঁও ইউনিয়নের ইউপি সদস্যগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নবীগঞ্জে শহরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় নবীগঞ্জের স্থানীয়দের সাথে নিয়ে নৌকায় চড়ে ঘরে ঘরে গিয়ে মানুষের হাতে খাদ্য সামগ্রী প্যাকেট তুলে দেন। এই দুঃসময়ে খাদ্য সামগ্রী উপহার পাওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণ শেষে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমের আমন্ত্রণে নবীগঞ্জ উপজেলায় যান শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।
নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও নবীগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর জন্য নবীগঞ্জ বাসীর পক্ষ থেকে শ্রীমঙ্গলের উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
ত্রাণ বিতরণের বিষয়ে উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির নির্দেশে ব্যক্তিগত উদ্যোগে সামর্থ অনুযায়ী নবীগঞ্জের বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছি। এর আগে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে নিজ উপজেলা শ্রীমঙ্গলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। তিনি আরো বলেন এই দুর্যোগ যতোদিন থাকে সাধ্য অনুযায়ী আরো সাহায্য করার চেষ্টা করবো।

এ সংক্রান্ত আরও সংবাদ