সিলেটে এক হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করলো বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা

প্রকাশিত:মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ০৩:০৬

সিলেটে এক হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করলো বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা

স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্ভোগে পড়া এক হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আমেরিকাস্থ বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা।

গতকাল সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ইউনিয়নের আলিনগর,গনকিরটুক,সাতগাছি,টুকের গাওঁ,মুড়ার গাও,নাকচাপড়া,পীরেরগাও,মোকামবাড়ী এবং গোয়াইনঘাট উপজেলায় মোট ১৬ লক্ষ টাকার চাল, ডাল,তেল, পিয়াজ,রসুন,হলুদ,মরিচ, ধনিয়া,চিড়া,লবন,চিনি, নাপা,মোম,দেশোলাই, খাওয়ার সেলাইন বিতরণ করা হয় ।

বিতরণকালে আমেরিকা প্রবাসী এস আই জুয়েল বলেন, বন্যাদুর্গত এলাকার বানভাসি মানুষেরা অনেক কষ্টে দিনযাপন করছে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমেরিকাস্থ বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা এ উদ্যোগ গ্রহণ করে। দেশের যেকোনো দুর্যোগে আমাদের এই সংগঠন জনগণের পাশে থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ৩ নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা জহিরুল ইসলাম টুটুল,ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দীন ইমরান ,মোহাম্মদ সোহেল রানা,ইমাদ উদ্দিন, নুরুল ইসলাম, হাজী সিরাজুল ইসলাম,লিটন কুমার দেব এবং সাংবাদিক এমদাদুল হক সোহাগ, প্রমুখ ।

এ সংক্রান্ত আরও সংবাদ