কোম্পানীগঞ্জে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ ও রান্না খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত

প্রকাশিত:মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ০৭:০৬

কোম্পানীগঞ্জে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ ও রান্না খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত

সুরমাভিউ:-  সিলেট পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন এর নির্দেশনায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও থানার ওসি সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম বন্যার্তদের মাঝে ত্রাণ ও রান্না খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

ইতিমধ্যে পুরো উপজেলায় ৬ টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন গ্রামে ত্রান বিতরণ করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পাশাপাশি রান্না করা খাবার দেয়া অব্যাহত রয়েছে। এনজিও,বিভিন্ন সংগঠন ও ব্যাক্তি উদ্যােগে আসা ত্রাণ বিতরণে সহযোগিতা ও বিশেষ নিরাপত্তা দিয়ে যাচ্ছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

দুর্যোগের সময় পুলিশের মানবিক উদ্যোগে অনেক মানুষ কিছুটা হলেও ক্ষুধার জ্বালা মেটাচ্ছে। কোম্পানীগঞ্জ থানার ওসি ও বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে যেকেউ কল করে ত্রাণ ও রান্না খাবার চাইলেই পোঁছে দেয়া হচ্ছে সহায়তা। বন্যার্তদের উদ্ধার কাজও করেছে পুলিশ। অনেক এলাকায় ভয়াবহ পরিস্থিতিতে থাকা লোকজনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। তাছাড়াও আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা লোকজনের নিরাপত্তা ও খাবারের বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে পুলিশের একাধিক টিম।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, ভয়াবহ বন্যায় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যারের নির্দেশনায় পুলিশ কাজ করে যাচ্ছে। শেষ তিনদিনে প্রায় ৩ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি এখন রান্না করা খাবারও তুলে দেয়া হচ্ছে বানভাসী লোকজনের মাঝে। কোথাও কেউ বিপদে পড়লে দ্রুত উদ্ধারও করা হচ্ছে। বন্যা কবলিত এলাকায় পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করে যাচ্ছে। ক্ষুধায় যাতে কেউ কষ্ট না পায় সে বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছে। আশ্রয়কেন্দ্রেগুলোতে পুলিশ নজদারী রেখেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ