১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ২৭ জুন ২০২২ ০৫:০৬
সুরমাভিউ:- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমেদ রাজুর পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুন) সিলেট ও জগন্নাথপুর, সুনামগঞ্জে ভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত ও রায়হান খাঁন রুহান, যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, নুর আহমদ রুদ্র, তপন সেন, পৌর ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমদ জুয়েল, ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান, বিশাল কৃষ্ণ রুদ্র, গৌরব দত্ত প্রমুখ।
ইতালি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমেদ রাজু বলেন, বন্যাকবলিত মানুষ বিপাকে পড়েছেন। তাদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নে আজ ইতালি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুধু তাই নয় এ ধারা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766