বালাগঞ্জের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আ.স.ম মিসবাহ’র পক্ষে রান্না করা খাবার বিতরণ

প্রকাশিত:সোমবার, ২৭ জুন ২০২২ ০৮:০৬

বালাগঞ্জের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আ.স.ম মিসবাহ’র পক্ষে রান্না করা খাবার বিতরণ

দক্ষিণ সুরমা প্রতিনিধি:-  সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ’র পক্ষ থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম ও আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজাগঞ্জের পূর্ব গৌরিপুর, আজিজপুর, দেওয়ান বাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্র গুলোতে রান্নাকরা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

গত ২৬ জুন রবিবার দিনব্যাপী, বন্যাদুর্গতদের মধ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু ছাইদ জুবেরী ছাদ, সিলেট মহানগর শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক আজমান আলী, সিলেট জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা বাবলু আহমেদ, দেওয়ান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মেম্বার আলাউদ্দিন, সাবেক মেম্বার চান মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার নেছাওর আলী, সমাজকর্মী জগলু মিয়া, সিলেট জেলা যুবলীগ নেতা জাকিরুল ইসলাম লায়েক, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভীর আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ