৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ২৭ জুন ২০২২ ১০:০৬
সুরমাভিউ:- সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষের মাঝে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ২য় দিন “ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্প” অব্যাহত রেখেছে।
২৭ জুন এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন ১নং জালালাবাদ ইউনিয়ন (দাবাদা কান্দী) এলাকার সাম্প্রতিক আকস্মিক ও ভয়াবহ বন্যায় বানভাসি, দুর্দশাগ্রস্ত, রোগাক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা সেবায় এসএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফের সার্বিক দিক- নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ২য় দিনের মত “ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্প” এর আওতায় ভয়াবহ বন্যায় পানিবাহিত এবং বিভিন্ন রোগাক্রান্ত নারী-শিশু-বৃদ্ধ ও নানান বয়সীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডাক্তারি সেবা ও ঔষধ পত্র বিতরণ করা হয়।
মহিলা-৭৫, পুরুষ -১০০, শিশু -৩০, মোট-২০৫ জনকে আজ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Helpline - +88 01719305766