সেখানে প্রায় ছয়শ পরিবারের কাছে গিয়ে নিজ হাতে নগদ টাকা ও ত্রাণ বিতরণ করেছেন তারা।
এসময় সেখানে লেইছ সঞ্চয় সমিতির সভাপতি ইব্রাহিম খলিল লিটন, সাধারণ সম্পাদক মোঃ হোসেন সুমন, সমুজ আলী স্কুল এন্ড কলেজের গভার্নিংবডির সাবেক সভাপতি হারুন অর রশীদ, সমুজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসীম অসীম মোদক, প্রতিষ্টাতার ছেলে ইকবাল হোসেন (বুলু), সহকারী অধ্যাপক রোকনুজ্জামান, প্রভাষক মুহিদত মিয়া, সাদেক মিয়া, শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম, আলাউদ্দিন, আ’লীগ নেতা আব্দুল হাই বিলাত, সাধারণ সম্পাদক নিউ চিশতিয়া মার্কেট এস এম বাহা উদ্দিন, প্রচার সম্পাদক রফিক, সদস্য মীর হোসেন মিলন, সংগঠনের উপদেষ্টা কমিটির জহির উদ্দিন, মসিন উল্যাহ, কামাল হোসেন, হাসান মাহমুদ সুজন,পারভেহ, সিয়াম প্রমুখ।
সোমবার(২৭জুন) বিকালে দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নে নূরপুর, সোনাপুর ও সমুজ আলী স্কুল এন্ড কলেজঅঞ্চলে গিয়ে তারা ত্রাণ দিয়েছেন।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ হোসেন সুমন জানিয়েছেন, ৬ শ বন্যার্ত পরিবারে আমরা ত্রান দিয়েছি। অনেকের হাতে নগদ টাকাও দিয়েছি। এই বিপদে মানুষের পাশে থাকার সঠিক সময়। আপনারাও এগিয়ে আসুন।’এর আগে বন্যার্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।