৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ২৬ জুন ২০২২ ১০:০৬
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণকরাসহ সিলেটের ওসমানী নগর উপজেলায় ও মৌলভীবাজার সদর উপজেলার মোট ৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
(২৫ জুন) শনিবার দুপুর ১২ ঘটিকার সময় সিলেটের ওসমানী নগর উপজেলার লালকৈলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গত শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণসহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এদিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র এবং শামসুন্নাহার বিদ্যাপিঠে চিকিৎসা সেবাসহ দেড় শতাধিক মানুষের মাঝে শুকনো চিকিৎসা সেবাসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও শেরপুরে রাস্তার পাশে আশ্রয় নেয়া অর্ধশতাধিক বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব’র) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক, গবেষক, এডভোকেট ড.আবু তাহের, ডাঃ দীনেশ সূত্র ধর, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, সৈয়দ শাহিন মিয়া, সৈয়দ তোফাজ্জুল হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাদ আহমদ, মাওলানা ইমরান মাহতাবী, মেডিকেল সহকারী মোঃ রেজোয়ান আহমদ প্রমূখ।
Helpline - +88 01719305766