বিশ্বনাথে প্রবাসীদের উদ্যোগে ৯ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত:রবিবার, ২৬ জুন ২০২২ ০৮:০৬

বিশ্বনাথে প্রবাসীদের উদ্যোগে ৯ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সুরমাভিউ:-  সিলেটের বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও গ্রামের প্রবাসীদের অর্থায়নে বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত (২৫ জুন) শনিবার বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গ্রামের ৯ শতাধিক পরিবারের মধ্যে চাল, তেল, আলু, পেঁয়াজ, মুড়ি, স্যালাইন, ব্রেড বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- লামাকাজি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আফজল হোসেন, সাবেক মেম্বার ওবায়দুর রহমান শামীম, প্রবাসীদের মধ্য থেকে ছমির উদ্দিন, জমির উদ্দিন, আতাউর রহমান, তছির উদ্দিন, শাহজাহান মিয়া, মৌর আলী, আছির উদ্দিন, ফয়জুল হক, গোলাম কিবরিয়া, আরিফ বিল্লাহ, সুমন আহমদ, জাকারিয়া, মনছুর, আশরাফুল, মাহদী, তামিম, মুক্তাদির, আশরাফ, শাহাদাত, মোহাম্মদ আলী, হোসাইন, রেদোয়ান, ইমন, আবু হানিফ, ইমাম হোসাইন, ইয়াকিন, বাদল, রাসেল, জেহিন, আনিসুল হক, জাকির, সুয়েবুর রহমান, মাহবুব, আবদুল্লাহ, তৈয়বুর রহমান, আমিনুল হক, সাইদুল হক মানিক, তহুর উদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ।

পরে উকিলীয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি মামুন হোসাইন এবং হাবিব আহমদের ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বন্যার্তদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ