১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ২৬ জুন ২০২২ ০৯:০৬
সুরমাভিউ:- স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নূর ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন রোববার ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত এলাকা আমবাড়ীতে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
প্রতি প্যাকেটের মধ্যে ছিলো ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, আধা লিটার সয়াবিন তেল, ৫ প্যাকেট ওরস্যালাইন ইত্যাদি।
নূর ফাউন্ডেশনের পক্ষে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন দৈনিক জালালাবাদের চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খান।
এসময় সাথে ছিলেন এসএমপি’র সিটি স্পেশাল ব্রাঞ্চের এস আই বুরহান উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ আল হেরা জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, স্থানীয় সমাজসেবক ফরিদ মিয়া তালুকদার, ক্রীড়াবিদ আব্দুল কাদির তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Helpline - +88 01719305766