গোলাপগঞ্জে বন্যার্ত ২শ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ

প্রকাশিত:রবিবার, ২৬ জুন ২০২২ ১১:০৬

গোলাপগঞ্জে বন্যার্ত ২শ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ

সুরমাভিউ:-  সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বন্যা দুর্গত ২শ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

রোববার বেলা দেড়টায় উপজেলার সরকারি এমসি একাডেমি বন্যায় আশ্রয় কেন্দ্রে ২শ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। ফলবাড়ি পূর্বপাড়ার ‘আমি ও আমাদের পরিবার’ এর পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, সরকারি এমসি একাডেমির অধ্যক্ষ সুজিত তালুকদার, গোলাপগঞ্জ খনিজ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব প্রভাষক ইউনুছ চৌধুরী, কাউন্সিলর জামিল চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, নাইম চৌধুরী, মিরাজ চৌধুরী, ছামাদ আহমদ চৌধুরী, এডভোকেট মুনতাজির সিদরাত নাফি চৌধুরী, সুহানা চৌধুরী, হামিদ ইমাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুমন আলী প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ