২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৫ জুন ২০২২ ১০:০৬
সুরমাভিউ:- সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মাঝে ফতুল্লা থানা ওলামা কল্যাণ পরিষদ ও প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
.
অদ্য ২৫-০৬-২২ইং, রোজঃ শনিবার, ওলামা কল্যাণ পরিষদ ফতুল্লা থানা ও প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মাঝে “খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা” প্রদান করা হয়।
.
এতে ওলামা কল্যাণ পরিষদ ও প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক সংগঠনের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
.
খাদ্য সামগ্রী ও সহায়তা প্রদান শেষে এক বিবৃতিতে ওলামা কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতী ফয়জুল্লাহ বলেন, দেশে টানা বর্ষন ও উজানের ঢলের কারণে সিলেট সহ সারা দেশের অনেক অঞ্চলে ভারী বন্যা দেখা দিয়েছে, বন্যার কারনে বন্যা কবলিত এলাকার মানুষ অনেক কষ্টের সাথে দিন জাপন করছে, আমরা দেখতে পেয়েছি বন্যা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে, সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ও ভারী বন্যা দেখা দিয়েছে বন্যার কারনে বালাগঞ্জ উপজেলার মানুষের জীবন শঙ্কায় রয়েছে এবং আমরা আরো জানতে পেরেছি, যে বালাগঞ্জ উপজেলায় কোন সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তেমন কোন সহযোগিতা করা হয়নি, এ খবর পাওয়ার সাথে সাথেই আমরা ফতুল্লা থানা ওলামা কল্যাণ পরিষদ ও প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে বালাগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করি, তারই ধারাবাহিকতায় বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও প্রায় অর্ধ শতাধিক মানুষকে অর্থ সহায়তা প্রদান করি।
.
তিনি আরো বলেন, বন্যা সহ যে কোন দূর্যোগকালীন সময়ে আমাদের এই সহায়তা চেষ্টা অব্যাহত থাকবে।
.
প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক সংগঠনের সভাপতি হাফেজ জামাল হোসাইন বলেন, প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক সংগঠন সব সময় যে কোন দূর্যোগকালিন সময়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে, আমরা দেখতে পেয়েছি বন্যার কারনে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার মানুষ অনেক কষ্টের সাথে জীবন যাপন করছে, তাই আমরা প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক সংগঠনের উদ্যোগে ওলামা কল্যাণ পরিষদের সার্বিক সহযোগিতায় ও সার্বিক পরামর্শে আমরা বনবাসী মানুষের পাশে দাড়িয়েছি।
.
তিনি আরো বলেন, আমরা প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক সংগঠনের পক্ষ থেকে মানবতার সেবায় সবসময় নিয়জিত আছি এবং সবসময় সমাজ,দেশ ও মানবতার কল্যাণে কাজ করবো।
.
উক্ত প্রোগ্রামে ফতুল্লা থানা ওলামা কল্যাণ পরিষদ ও প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক সংগঠনের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766