৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৫ জুন ২০২২ ১২:০৬
সুরমাভিউ:- ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নে ৩শ’তাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আর্তমানবতার সেবায় নিউজিত সামাজিক সংগঠন রুহুল আমিন ফাউন্ডেশন।
গতকাল ২৪শে জুন শুক্রবার জাতুয়া গ্রামের কৃতিসন্তান, যুক্তরাজ্য প্রবাসী জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য, লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলার, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিনের পক্ষথেকে বন্যায় কবলিত ইউনিয়নের অসহায়, কর্মহীন পরিবারের মধ্যে এসব ত্রান বিতরণ করা হয়।
সকালে স্থানীয় জাতুয়া নিজ বাড়িতে ত্রাণসামগ্রী প্যাকেটজাত করে ইউনিয়নের ২টি ওয়ার্ডে ফাউন্ডেশনের উপদেষ্টা ও সদস্যদের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
ইউনিয়নের ৩টি গ্রামের ৩শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে আলু, পিয়াজ, রশুন, তেল, লবণ, চিনি, গুড়, ডাল, ময়দা বিতরণ করা হয়।
এসময় রুহুল আমিন ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Helpline - +88 01719305766