করোনায় শহিদ প্রথম ডাক্তার মঈন ক্লাবের শুকনো খাবার বিতরণ

প্রকাশিত:শনিবার, ২৫ জুন ২০২২ ১১:০৬

করোনায় শহিদ প্রথম ডাক্তার মঈন ক্লাবের শুকনো খাবার বিতরণ

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের ভয়াবহ বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষজন। প্রশাসন এবং ব্যাক্তি উদ্যোগে সিলেটে কোটি কোটি টাকার ত্রাণ বিতরণ হলেও প্রান্তিক জনপদে তা ঠিকমতো পৌঁছাচ্ছে না। এজন্য অসহায় ও মানবেতর জীবন কাটাচ্ছেন শহর থেকে বহুদূরে থাকা জনগণ। বন্যার্ত প্রান্তিক জনপদের ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মহামারী করোনায় শহিদ হওয়া প্রথম ডাক্তার, সিলেটের গর্ব ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার দূর্গম ও প্রত্যন্ত অঞ্চলের ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ শনিবার (২৫ জুন ২০২২) সকাল থেকে সন্ধ্যাব্যাপী গোয়াইনঘাটের পানিবন্দী বীরকুলি, উত্তর জাঙ্গাইল, দক্ষিণ জাঙ্গাইল অঞ্চলের বন্যার্তদের বাড়িতে বাড়িতে শুকনো খাবার পৌছেঁ দেন ক্লাবের সদস্যবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী শফিক উদ্দিন, হাজী চেরাগ আলী, জব্বার চৌধুরী, সাইফুল হোসেন ফটিক, সাইফুল আলম, অ্যাডভোকেট রানা, আশরাফ আরমান, শিহাব চৌধুরী, মোহাম্মদ জাহির আলী, মাসুদ রানা, রোকন আহমদ, আলমগীর, আব্দুর রহিম, আমিনুর রহমান রফিক, আব্দুল আলীম, মাসুম আহমদ, ওমর মাসুদ, আলভী চৌধুরী, পাবেল, অপু ও ইমন প্রমূখ।

শুকনো খাবারের মধ্যে ছিলো- চিড়া, গুড়, ব্রেড, পানি ও বিস্কুট।

এ সংক্রান্ত আরও সংবাদ