জামেয়া মোহাম্মদিয়া সিলেটে শুকনো খাবার বিতরণ

প্রকাশিত:শুক্রবার, ২৪ জুন ২০২২ ১০:০৬

জামেয়া মোহাম্মদিয়া সিলেটে শুকনো খাবার বিতরণ

সুরমাভিউ:-  জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা জহুরুল হকের উদ্যোগে শুকানো খাবার বিতরণ।

সিলেট নগরীর শাবিপ্রবির পশ্চিমে ৩৭নং ওয়ার্ডের বৃহত্তর টিলারগাঁও ডলিয়া আখালিয়াস্থ জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর উদ্যোগ গতকাল ২৪ জুন শুক্রবার বিকালে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বৃহত্তর টিলারগাঁও ডলিয়া পয়েন্টে ধর্ম-বর্ণ নির্বিশেষে শতাধিক পরিবারে শুকনো খাবার বিতরণ করা হয়।

জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর মজলিসে শূরা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব আ.ন.ম. ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে এবং জামেয়ার প্রিন্সিপাল শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় শুকনো খাবার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আলহাজ নিজাম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজান আহমেদ, সদস্য জুনেদ আহমদ, নুর আহমদ, লোকমান আহমদ, ছাত্রলীগের রাম্মান আহমদ, জামিউল উলুম মাদরাসার প্রিন্সিপাল এম এ আলী জালালাবাদী, ডলিয়ার বিশিষ্ট মুরুব্বী দলাই মিয়া, ওয়াব আলী, মহব্বত আলী, ফজল মিয়া, টিলারগাঁও এর বিশিষ্ট মুরুব্বী জামেয়ার নির্বাহী কমিটির সভাপতি হাজী মফিজ আলী, আব্দুর রহমান আব্দুল, মাওলানা সালেহ আহমদ, আফরোজ আলি, আব্দুর রহমান নোমানী, হাফিজ খালেদ আহমদ, তোফাজ্জুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ