বানভাসি মানুষের পাশে দাঁড়াতে রোববার সিলেটে আসছেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত:শুক্রবার, ২৪ জুন ২০২২ ০৭:০৬

বানভাসি মানুষের পাশে দাঁড়াতে রোববার সিলেটে আসছেন ইলিয়াস কাঞ্চন

সুরমাভিউ:-  সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দি রয়েছেন লাখ লাখ মানুষ। বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় এখনও মানুষজন রয়েছেন আশ্রয়কেন্দ্রে। দেখা দিয়েছে খাদ্য,বিশুদ্ধ পানি ও ওষুধের সঙ্কট। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা ও সংগঠন বন্যার্তদের দিকে এগিয়ে দিয়েছে সহযোগিতার হাত। সিলেটে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে আগামী রবিবার (২৬ জুন) সিলেটে আসছেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পী সমিতির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রবিবার সিলেটে এসে পৌঁছার পর সোমবার (২৭ জুন) পুরা দিন নিসচার কেন্দ্রীয় কমিটি ও নিসচা মহানগর শাখার সহযোগিতায় সিলেটের বিভিন্ন জায়গায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এ তথ্য নিশ্চিত করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির (সিলেট ও চট্টগ্রাম দায়িত্বপ্রাপ্ত) সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।

তিনি বলেন, সিলেটে বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সিলেটে আসছেন। তিনি সিলেটে অবস্থান করে সোমবার সারাদিন বানভাসি মানুষের মাঝে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ