বন্যার্তদের মাঝে পরিবহন শ্রমিক লীগ মহানগরের ত্রাণ বিতরণ

প্রকাশিত:শুক্রবার, ২৪ জুন ২০২২ ০৬:০৬

বন্যার্তদের মাঝে পরিবহন শ্রমিক লীগ মহানগরের ত্রাণ বিতরণ

সুরমাভিউ:-  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মহানগর সিলেট শাখার উদ্যোগে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, খাবার ওরস্যালাইন, ডেটল সাবান ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সুনামগঞ্জ বীরগাও ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামের ঘরে ঘরে ও আশ্রয় কেন্দ্রে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

ত্রাণ বিত্রণকালে নেতৃবৃন্দ বলেন, বন্যায় মানুষের জন জীবন বিপর্যস্ত। অনেকে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। আমাদের সবাইকে এসব ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। বক্তারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মহানগর সিলেট শাখার ত্রাণ বিতরণ আগামীতেও অব্যাহত থাকবে।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মহানগর সিলেট শাখার সভাপতি বোরহান উদ্দিন ভান্ডারী, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সিলেট জেলা বিদ্যুৎ টেড ইউনিয়ন এর সভাপতি আব্দুল হাই, ইলেকক্ট্রিক সাপ্লাই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মির্জা শাকির বেগ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ, শাহিন আহমদ শাহিন, মাহতাব আহমদ খোকন, কার্যকারি সভাপতি আলম মোল্লা, সহ সভাপতি এম সোহেল রানা, উপদেষ্টা কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সদস্য জাহাঙ্গীর হোসেন, ফারুক আহমেদ, আব্দুল কাইয়ুম, আফজাল হোসেন, বীরগাঁও ইউনিয়ন এর সাবেক মেম্বার ফজলুর হক। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ