৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৪ জুন ২০২২ ০৬:০৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) ভোরে তেলিখাল এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার ভোরে সিএনজিচালিত অটোরিকশা যোগে সিলেট যাচ্ছিলেন উপজেলার ইসলামপুর গ্রামের অ্যাংরাজ মিয়ার পরিবারের ৫ সদস্য। উপজেলার তেলিখালে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায় তাদের অটোরিকশা। এসময় অটোরিকশা গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে অ্যাংরাজ মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪২), তার ছেলে শফিকুল ইসলাম (৫) মারা যান। এছাড়া গাড়ির চালকসহ ওই পরিবারের আরও ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও নিহতদের মরদেহে ময়নাতদন্তে আপত্তি জানিয়েছে পরিবার। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। মা-ছেলে ঘটনাস্থলে মারা গেছেন। আর তাদের পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ওসমানীতে প্রেরণ করা হয়েছে।
ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে চাচ্ছে নিহতদের পরিবার। এ ব্যাপারে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766