বালাগঞ্জে সুরমান আলী ও আজাদ আহমদের পক্ষ থেকে ১০০ বন্যার্ত পরিবারের মাঝে খাবার প্যাকেট বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ১১:০৬

বালাগঞ্জে সুরমান আলী ও আজাদ আহমদের পক্ষ থেকে ১০০ বন্যার্ত পরিবারের মাঝে খাবার প্যাকেট বিতরণ

সুরমাভিউ:-  বালাগঞ্জে বন্যার্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে এক শতাধিক পরিবারের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২ টায় সুরমান আলীর ও আজাদ আহমদের উদ্যোগে বালাগঞ্জ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ১০০ পরিবারের মাঝে এ খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

খাবারের প্যাকেট বিতরণের সময় উপস্থিত ছিলেন
সেলিম আহমদ, সুহেল আহমদ, মিনার আলী, রুহেল আহমদ, জাহেদ আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি উপচে বালাগঞ্জ উপজেলা প্লাবিত হয়। প্রয়োজনের তুলনায় ত্রাণ তৎপরতা অপ্রতুল হওয়ায় কষ্টের সীমা নেই সাধারণ মানুষের।

এ সংক্রান্ত আরও সংবাদ