বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ১২:০৬

বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:-  বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সিলেটে বন্যাদুর্গত ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ড. এডভোকেট আবু তাহের, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.এ রুমান আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সায়েদ খাঁন, মুখলিছুর রহমান বাচ্চু, মোহাম্মদ কামাল হোসেন, সাকিল পারভেস খান, জয়নাল আহমদ, হেলাল আহমদ, হেলাল খাঁন, মোঃ শামীম আহমদ, মোঃরুসন, গোলাপ আহমদ, আব্দুর রহিম, রিপন, সুজন আহমদ, রুমানা আক্তার সিপা, তরুণ দাস, সুহেব আহমদ, রফিক মিয়া প্রমুখ।

(২২ জুন) বুধবার বিকেলে সিলেটে বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে সিলেটের স্হানীয় জনতা সর্বাত্মক সহযোগিতা করেন।

বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের নির্দেশে বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগ জেলাসহ প্রতিটি ইউনিট থেকে বন্যার্তদের পাশে দাঁড়াবে বিগত দিনের মতো।

এ সংক্রান্ত আরও সংবাদ