২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ০৯:০৬
সুরমাভিউ:- “মানবতার ঘর” সিলেট’র উদ্যোগে বন্যার্ত শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হল শুকনো খাবারের প্যাকেট। বুধবার ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির জেনারেল সেক্রেটারী আমিন্লু ইসলামের পরিচালনা ও ব্যবস্থাপনায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
এতে এককভাবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্পেন প্রবাশী বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাছুম আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মিয়া (মবু) সহ প্রমুখ।
বিতরণকালে বক্তারা বলেন, এই কঠিন বিপদের সময়ে বন্যার্তদের সাহয্যে সবাইকে এগিয়ে আসতে হবে। “মানবতার ঘর” সিলেট একটা আস্থার জায়গা যেখানে সেই করোনা কালীন কঠিন সময় থেকে এখন পর্যন্ত তাদের ক্ষুদ্র প্রচেষ্টায় হতদরিদ্র ও পথ শিশু এবং অসহায়দের ধারাবাহিক ভাবে খাদ্য ও বস্ত্র সামগ্রী দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছেন। প্রত্যেকে “মানবতার ঘর” সিলেট’র পাশে থাকলে তারা সঠিক বণ্টনে প্রতিজ্ঞাবদ্ধ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766