বন্যার্তদের মাঝে মানবিক সাহায্যে এগিয়ে এসেছে : দোয়ারাবাজার থানা পুলিশ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ০৯:০৬

বন্যার্তদের মাঝে মানবিক সাহায্যে এগিয়ে এসেছে : দোয়ারাবাজার থানা পুলিশ
এনামুল কবির মুন্না:-  দ্রুত বন্যার্ত মানুষকে উদ্ধার ও খাদ্য সংকট মোকাবেলা পরিস্থিতি শাসাল দিতে এগিয়ে এসেছে দোয়ারাবাজার থানা পুলিশ। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম-বার’র নির্দেশে সুনামগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে দোয়ারাবাজার থানা পুলিশের সদস্যরা কয়েক দিন ধরে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সাধারণ মানুষকে পানি বন্দি অবস্থা  থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। সেই সঙ্গে রান্না করা খাবার বিতরণ এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুন) দোয়ারাবাজার থানার এস আই সাইদুল হাওলাদার উপজেলা বোগলা ইউনিয়নের আলম খালি গ্রামের ৫৫ পরিবার মধ্যে ত্রান বিতরণ করেন।
এছাড়া দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপজেলার এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ বন্যার্ত মানুষের মাঝে খাদ্য এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন পুলিশ সদস্যরা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর বলেন পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দোয়ারাবাজার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বন্যা দুর্গত মানুষের জন্য থানা পুলিশের খাদ্য ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ