বন্যার্তদের মাঝে কোম্পানীগঞ্জ বিএনপির ত্রাণ বিতরণ 

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ০৮:০৬

বন্যার্তদের মাঝে কোম্পানীগঞ্জ বিএনপির ত্রাণ বিতরণ 

সুরমাভিউ:-  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরীর তত্ত্বাবধায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির সভাপতি হাজি শাহাব উদ্দিনের অর্থায়নে বৃহস্পতিবার (২৩ জুন) কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী ও কালিবাড়ী গ্রামের ৫ শত বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে হাজী শাহাব উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধায়নে বন্যা কবলিত মানুষের পাশে বন্যার শুরু থেকেই কাজ করে যাচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ