শ্রীমঙ্গলে নারী ক্ষমতায়ন বৃদ্ধি ও নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত:বুধবার, ২২ জুন ২০২২ ০৬:০৬

শ্রীমঙ্গলে নারী ক্ষমতায়ন বৃদ্ধি ও নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ কর্মশালা

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হস্তশিল্প ও নকশীকাঁথা তৈরী বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউজিডিপি (জাইকা) প্রতিনিধি নিশিত বরন রায়, ইউডিএফ। ১৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ