বানভাসি মানুষের পাশে সিলেট মেট্রোপলিটন পুলিশ

প্রকাশিত:বুধবার, ২২ জুন ২০২২ ০৯:০৬

বানভাসি মানুষের পাশে সিলেট মেট্রোপলিটন পুলিশ

সুরমাভিউ:-  এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন ০১ নং জালালাবাদ ইউনিয়নের দবাদা কান্দি প্রাথমিক স্কুল আশ্রয় কেন্দ্রে ও গ্রামাঞ্চলে অতিবৃষ্টি ও উজানের স্রোতে আকস্মিক বন্যায় বানভাসি, দুর্দশাগ্রস্ত ও আশ্রয়হীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো ও রান্না করা খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

আজ ২২শে জুন বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন এসএমপি সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আরিফ, ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবাহার আলী শেখ পিপিএম, জনাব বি,এম, আশরাফ উল্যাহ তাহের (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এডিসি (মিডিয়া), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর ক্রাইম) জনাব গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার (জালালাবাদ থানা) জনাব সামসুদ্দিন আহমেদ ভূঁইয়া, অফিসার ইনচার্জ (জালালাবাদ থানা) জনাব নাজমুল হুদা খানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে ত্রাণ বিতরণ কাজে নিজস্ব ত্রাণ সামগ্রী সহ অংশগ্রহণ করেন সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো:তৌফিকুল আলম বাবলু, সহ সভাপতি ডাক্তার শরীফুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক সামসুল আলম তালুকদার, সদস্য মিটুন রঞ্জন মল্লিক, নীশি রঞ্জন তালুকদার, শাহজাহান প্রমুখ।

বানভাসি প্রত্যন্ত গ্রামাঞ্চলে ত্রাণ কার্যক্রমে একনিষ্ঠভাবে অংশ নেন সিলেটের বিভিন্ন সংবাদ সংস্থার গনমাধ্যম কর্মীগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ