বন্যা কবলিত মানুষের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড

প্রকাশিত:বুধবার, ২২ জুন ২০২২ ০৮:০৬

বন্যা কবলিত মানুষের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড

সুরমাভিউ:-  সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলায় বন্যা কবলিত প্রত্যন্ত এলাকার দুর্গত প্রায় ৪’শত পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুন) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সিলেট শাখা, দরগা গেইট শাখা এবং সুবিদ বাজার শাখার যৌথ উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড দরগাহ গেইট শাখার ব্যবস্থাপক মো. তোফায়েল ইয়াকুব, সিলেট শাখার ব্যবস্থাপক মো. খুরশীদ আলম, সুবিদ বাজার শাখার ব্যবস্থাপক মো. মোদাব্বির আহমেদ, ব্যাংক কর্মকর্তা হোসেন আহমদ, সিরাজ উদ্দিন, দিদার মোর্শেদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ছৈলা আফজালাবাদ ইউনিয়ন এর চেয়ারম্যান গয়াস আহমেদ, পরিমল চন্দ্র নাথ, বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল) প্রদীপ রঞ্জন দাস, এনজিও কর্মকর্তা বারিন্দ্র দাস সজীব প্রমুখ।

উল্লেখ্য, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে পর্যায়ক্রমে সিলেটের বন্যা কবলিত নিম্নাঞ্চল এলাকায় বন্যায় অসহায় ক্ষতিগ্রস্থদের মধ্যে  ত্রান বিতরণ অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ