বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলো জেলা ফুল ব্যবসায়ী সমিতি

প্রকাশিত:বুধবার, ২২ জুন ২০২২ ১১:০৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলো জেলা ফুল ব্যবসায়ী সমিতি

সুরমাভিউ:-  স্মরনকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির উদ্যেগে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, স্মরনকালের ভয়াবহ বন্যার কারণে আজ মানুষের জীবন বিপর্যস্ত। অনেকে এখনও পানিবন্দি অবস্থায় দিন যাপন করছেন। তাদের সাহায্যে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নেতৃবৃন্দ এসব পানিবন্দি মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, সিলেট মহানগর ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রাসেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, কার্তিক পাল, মাজহারুল ইসলাম ইমন, মিজানুর রহমান, পিকুল হোসেন, সালেহ আহমদ, মিলাদ আহমদ, শাওন আহমদ খোকন, রেদওয়ান করিম রাহি, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ