১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২১ জুন ২০২২ ০৯:০৬
সুরমাভিউ:- সিলেটের সীমান্তবর্তী এলাকায় বন্যা দুর্গতদের রান্না করা খাবার দিচ্ছে সিলেট জেলা পুলিশ। গত চারদিন ধরে সীমান্তবর্তী গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় রান্না করা খাবারসহ শুকনো খাবার বিতরণ করছেন পুলিশ সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজ আফজালের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম জেলা পুলিশ লাইনস থেকে রান্না করা খাবার বিতরণ করছে।
সোমবার গোয়াইনঘাটের রুস্তুমপুর ও ডৌবাড়ি এবং কোম্পানীগঞ্জের ফেদারগাওসহ বিভিন্ন এলাকায় রান্না করা খাবার তারা বন্যার্তদের হাতে তুলে দেন। পাশাপাশি বিভিন্ন গ্রামে আটকে পড়া বন্যার্তদের উদ্ধার কাজও অব্যাহত রেখেছে জেলা পুলিশ।
পুলিশের পাশাপাশি বিজিব ও উপজেলা প্রশাসনও তাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, সিলেট জেলা পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যা দুর্গত মানুষের জন্য জেলা পুলিশের খাদ্য ও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
Helpline - +88 01719305766