১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২১ জুন ২০২২ ১১:০৬
সুরমাভিউ:- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের বন্যা কবলিত মোগলগাঁও দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র এবং লামাপাড়া গ্রামে মঙ্গলবার (২১ জুন) রান্না করা খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সামসুল ইসলাম টুনু, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী সদস্য সোয়েব আহমদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজিম খান, হাজী খুরশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম, আফজল হোসেন, জেলা যুবলীগ নেতা আবু সুফিয়ান ও যুব সদস্য বৃন্দ।
উল্লেখ, সিলেটে ভয়াবহ বন্যায় আক্রান্ত দূর্গত অসহায় মানুষদের উদ্ধার ও বন্যা শুরুর সাথে সাথে ক্ষুধার্ত মানুষকে খাবার প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় মোগলগাঁও ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
Helpline - +88 01719305766