ভয়াবহ বন্যায় এই বিপর্যয়ে বানভাসি মানুষদের পাশে সমাজের বিত্তবান ও প্রবাসীরা সাহায্যের হাত প্রসারিত করার আহবান জানান মিজানুর রহমান চৌধুরী মিজান

প্রকাশিত:সোমবার, ২০ জুন ২০২২ ১২:০৬

ভয়াবহ বন্যায় এই বিপর্যয়ে বানভাসি মানুষদের পাশে সমাজের বিত্তবান ও প্রবাসীরা সাহায্যের হাত প্রসারিত করার আহবান জানান মিজানুর রহমান চৌধুরী মিজান

সুরমাভিউ:-  বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন স্মরণকালের ভয়াবহ বন্যায় এই বিপর্যয়ে বানভাসি মানুষদের পাশে সমাজের বিত্তবান ও প্রবাসীরা সাহায্যের হাত প্রসারিত করার আহবান জানান।

স্মরণকালের ভয়াবহ প্লাবনে সুনামগঞ্জের প্রায় শতভাগ মানুষ, পানিবন্দি। ঘরে ঘরে মানুষের কান্না আর বেঁচে থাকার করুণ আর্তনাদ, এমন মানবিক বিপর্যয়ের মুখোমুখি আমরা কখনও হইনি। মানুষ আশ্রয়ের অবলম্বন খোঁজে পাচ্ছেনা, ঘরের টিনের উপর, ঘরের ছাদের উপরে মানুষ খোলা আকাশের নিচে বিরামহীন বৃষ্টির মাঝে বেঁচে থাকার সংগ্রাম করছে। স্কুল কলেজ মাদ্রাসায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, সেখানেও ধারণ ক্ষমতার বাহিরে অনেক মানুষ আশ্রয় নিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যেন মানসিক ভাবে বিপর্যস্ত পানিবন্দি মানুষদের পাশে দাঁড়ায়। সুনামগঞ্জ-৫, নির্বাচনী এলাকায় ছাতক উপজেলা ও দোয়ারাবাজার উপজেলায় পানিবন্দি মানুষদের উদ্ধার তৎপরতা ও শুকনো খাবার, রান্না করা খাবার পৌঁছে দিয়ে মানবিক সহযোগিতা করে চলেছে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশনায় আমি নিজেও আজকে থেকে ব্যাপক খাদ্য সহায়তার প্রস্তুতি নিয়ে রেখেছি শুকনো খাবার, রান্না করা খাবার, কিছু ঔষধ পথ্যসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো।

১৯ জুন দিনব্যাপী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ আশ্রয় কেন্দ্র এবং আশপাশ এলাকায়, নূতন বাজার দাখিল মাদ্রাসা, ধারন বাজার হাসপাতাল, নূতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় দুই সহস্রাধিক মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ কালে তিনি এ কথাগুলো বলেন।

ত্রাণবিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ আবু হুরায়রা ছুরত, ছাতক উপজেলা বিএনপির সদস্য নূরুল হক, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাদিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম সেফুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু শামীম, কামাল হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ সম্পাদক জাবেদ আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, সাকিব আহমদসহ নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্ত

এ সংক্রান্ত আরও সংবাদ