কোম্পানিগঞ্জে বন্যা কবলিত মানুষের পাশে আ’লীগ নেতা গোলাপ মিয়া

প্রকাশিত:সোমবার, ২০ জুন ২০২২ ০৭:০৬

কোম্পানিগঞ্জে বন্যা কবলিত মানুষের পাশে আ’লীগ নেতা গোলাপ মিয়া

সুরমাভিউ:-  সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়ার পিতা মরহম এম এ মালিক জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুছিকান্ত হাজং, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলি কালা, তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান কাজি আব্দুল ওয়াদুদ আলফু, উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান  মাস্টার ফয়জুর রহমান, দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, পুর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, এর উপস্থিতিতে কোম্পানিগঞ্জে বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্র থাকা পানিবন্দি অসহায় জনসাধারণের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন।

গতকাল গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি অসহায় মানুষের হাতে শুকনো খাবার প্রদানের মাধ্যমে শুভ সূচনা করেন।

এক মাসের মাথায় আবারও গোয়াইনঘাট উপজেলার ১২ টি ইউনিয়নের ৫০০০ হাজার পানি বন্দি অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরন কার্যক্রম শেষ হতে নাহ হতেই স্মরণকালের স্মরণীয় ভয়াবহ বন্যা যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সিলেট জেলায় এক করুণ ইতিহাসের সৃষ্টি করেছে লক্ষ লক্ষ পরিবারের করুন আর্তনাদে সিলেটের আকাশ দিনদিন ভারী হচ্ছে, টিক সেই মুহূর্তে মানবতার ফেরিওয়ালা গোলাপ মিয়া গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্র গুলোতে থাকা পানিবন্দি অসহায় পরিবারের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করছেন।

বিগত করোনা কালীন সময়ে গোলাপ মিয়া নিজ অর্থায়নে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের নগদ অর্থ সহ ৭ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ