এখনই সচল হচ্ছে না সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট

প্রকাশিত:সোমবার, ২০ জুন ২০২২ ০৮:০৬

এখনই সচল হচ্ছে না সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট

রানওয়ে থেকে পানি নামলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় এখনই সচল হচ্ছে না সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল। আরও কয়েকদিন ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

সোমবার বিমানবন্দর পরিদর্শন শেষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রানওয়ে থেকে পানি নেমেছে। তবে অ্যাপ্রোচ লাইট এখনো তলিয়ে রয়েছে। ফলে আমরা আরও কয়েকদিন এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলী আরও বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব এই বিমানবন্দর চালু করার চেষ্টা করব। তবে পানি না নামলে আমাদের তেমন কিছু করার নেই।

 

‘ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরাও ফ্লাইট চালুর জন্য প্রস্তুত রয়েছি। পানি নামলেই ফ্লাইট চালু করা হবে’—বলেন প্রতিমন্ত্রী।

এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বলেন, ‘নিরাপত্তার স্বার্থে এই বিমানবন্দরের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। আজকে থেকে ফ্লাইট চালুর কথা থাকলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় আরও কয়েকদিন ফ্লাইট বন্ধ থাকতে পারে।’

বন্যার কারণে রানওয়েতে পানি ওঠায় গত শুক্রবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল।

এ সংক্রান্ত আরও সংবাদ