৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ১৯ জুন ২০২২ ১০:০৬
আগামী ২৪ ঘণ্টায় আরও তিনটি জেলা বন্যার কবলে পড়তে পারে সতর্কতা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবোর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ১১ জেলা বন্যা কবলিত।
রবিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ আশঙ্কার কথা জানিয়েছে।
এই তিন জেলার মধ্যে রয়েছে- টাঙ্গাইল, মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর।
এদিকে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ১১ জেলা বন্যা কবলিত হওয়ার তথ্য দিলেও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী ১২টি জেলা বন্যা কবলিত বলে জানিয়েছেন।
এ ব্যাপারে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, বর্তমানে আমাদের তথ্য অনুযায়ী ১১টি জেলা বন্যায় প্লাবিত। আমাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যটা একটু পার্থক্য হতে পারে। কারণ তাদের হিসেবটা ফিল্ডের ওপর ভিত্তি করে আর আমাদের হিসেবটা আমাদের যেসব স্থানে পানির স্টেশন আছে তার ওপর ভিত্তি করে বলা হয়।
তিনি বলেন, এখন পর্যন্ত ১১টি জেলায় বন্যা আছে। আমরা আমাদের রিপোর্টে বলে দিয়েছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও তিনটা জেলা হয়তো বন্যার কবলে পড়তে পারে। সেগুলো হচ্ছে, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জ জেলারও কিছু নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।
বর্তমানে বন্যা কবলিত স্থানের পানি কবে নাগাদ কমতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সিলেট অঞ্চলে যে বন্যা পরিস্থিতি তাতে আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বন্য পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। এরপর থেকে পানির পরিস্থিতি কিছুটা কমতে পারে।
তবে উত্তরাঞ্চলে ব্রক্ষপুত্র, যমুনা সেখানে আগামী ৩ থেকে ৪ দিন বাড়বে। এরপর থেকে পানি কমবে।
দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর বলেন, ‘বর্তমানে দেশের ১২ জেলার ৭০ উপজেলা বন্যায় প্লাবিত। নতুন করে ছয়টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একজন এসএসসি পরীক্ষার্থী স্রোতের টানে ভেসে গেছে। আরেকজন বয়স্ক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।’
তিনি বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিভাগের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী মঙ্গলবার থেকে বন্যাকবলিত এলাকায় পানি কমতে শুরু করবে।’
এনামুর রহমান বলেন, ‘সিলেটের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে সুনামগঞ্জে অপরিবর্তিত আছে। একইসঙ্গে হবিগঞ্জ ও মৌলভীবাজারে অবনতি হয়েছে। এই সময়ে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভাটির দিকে অবনতি হতে পারে।’
Helpline - +88 01719305766