৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৯ জুন ২০২২ ১০:০৬
সুরমাভিউ:- স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: হিমাংশু লাল রায় আজ রোববার (১৯.৬.২২) কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
পানিবন্দি অবস্থায় সেখানে কর্মরত ডাক্তার, স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে প্রতিকুল পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত পার্শবর্তী কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক বন্যার্ত মানুষের খোজ খবর নেন। এই সময় তিনি বর্ন্যাত মানুষের সাথে কথা বলেন। তিনি বলেন এই প্রতিষ্ঠান আপনাদের যতদিন পর্যন্ত পানি না কমে ততদিন পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। এবং পানি কমার সাথে সাথে অনেক রোগ দেখা দিবে এই সময় আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে স্বাস্থ্যসেবা গ্রহন করবেন।
ডা: হিমাংশু লাল রায় কর্মরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন , আপনারা এই ভয়াবহ বন্যার মধ্যে ও স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থান করে অসহায় মানুষদের যে সেবা দিয়ে যাচ্ছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক স্বাস্থ্য ডা: নুরে আলম শামীম,কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকতা ডা: কামরুজ্জামান,স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যান সমিতির চেয়ারম্যান এম গৌছ আহমদ চৌধুরী,ইউনিসেফ এর প্রতিনিধি ডা: নবোজুতি দেব,ও মেডিক্যাল অফিসার ডা: সিদু সিংহ প্রমুখল
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766