২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৮ জুন ২০২২ ০৯:০৬
সুরমাভিউ:- গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সিলেট জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। ভয়াবহ বন্যায় সিলেটের নিম্নাঞ্চল ক্রমাগত প্লাবিত হয়।
সিলেটের প্রত্যন্ত এলাকা বন্যা প্লাবিত হয়েছে। বিশেষ করে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ।
এসব এলাকার অনেক মানুষের বাড়িঘরে পানি উঠে গেছে ও গবাদিপশু রাখার জায়গা নেই। এমন অবস্থায় বন্যা কবলিত পরিবার গুলো দীর্ঘস্থায়ী দুর্ভোগের আশঙ্কা করছে। এ ধারা শুক্রবার (১৭ জুন) বিকাল পর্যন্ত অব্যাহত ছিলো। বন্যা কবলিত এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর দিক-নির্দেশনা সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (এ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে গোয়াইনঘাট সার্কেল এর সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এর নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা গোয়াইনঘাট থানাধীন ১ নং রুস্তুমপুর ইউনিয়ন এবং সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র এর আওতাধীন ৭ নং নন্দীরগাও এবং ৮ নং তোয়াকুল ইউনিয়নে পানি বন্দী প্রায় ১৫০ পরিবারের সদস্য ও তাদের গৃহপালিত পশুসহ স্পিড বোট, ভাড়া করা ইঞ্জিন চালিত নৌকা, বলগেট এর মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এসময় পানিবন্দী মানুষকে শুকনা খাবার ও পানি সরবরাহ করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল। এছাড়া পুলিশের গাড়ির ব্যবহার করে লোকজনকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকার পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দায়িত্ব প্রদান করা হয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: লুৎফর রহমানকে। তিনি উপস্থিত হয়ে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজটি তদারকির করেন।
এদিকে জেলার জৈন্তাপুর ও কানাইঘাট থানা এলাকার পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকির জন্য সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: মাহফুজ আফজাল কে দায়িত্ব প্রদান করা হয়। জেলার সীমান্তবর্তী থানা জকিগঞ্জে বন্যার পানি অব্যাহত ভাবে বাড়তে থাকায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে থানা পুলিশের সকল সদস্যরা একযোগে কাজ চালিয়ে যান। জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এর নেতৃত্বে পুলিশের সদস্যরা মানুষকে শুকনা খাবার ও পানির বন্দোবস্ত করেন।
জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর প্রাপ্ত কল ও সিলেট জেলা পুলিশের ব্যবহৃত জরুরী নম্বরে বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাদেরকে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিড়িয়া অফিসার মোঃ লুৎফর রহমান বলেন, বন্যা কবলিত এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সিলেট জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে পানিবন্দী মানুষকে শুকনা খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে। যত দিন এমন পরিস্থিতি থাকবে, তত দিন জেলা পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766