কয়েস লোদির মাতৃবিয়োগে খন্দকার মুক্তাদিরের শোক

প্রকাশিত:মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ০৫:০৬

কয়েস লোদির মাতৃবিয়োগে খন্দকার মুক্তাদিরের শোক

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর কয়েস লোদির মমতাময়ী মা আমিনুর নাহার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১৪ জুন) এক শোক বার্তায় তিনি বলেন, কয়েস লোদীর মাতৃবিয়োগে পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। পরহেজগার নারী হিসেবে তিনি এলাকাবাসীর নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্দুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শােকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। পাশাপাশি তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুমা আমিনুর নাহার চৌধুরী মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি সন্তানাদি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ